শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৭:৩২:৫২

২০১৫ সালে সর্বোচ্চ আয়ের ১০ খেলোয়াড়

২০১৫ সালে সর্বোচ্চ আয়ের ১০ খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: ফোর্বস ম্যাগাজিন ২০১৫ সালের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। আয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছেন ৩৮ বছর বয়সি মার্কিন এই বক্সার। ফোর্বস বলছে, চলতি বছর তিনি ৩০০ মিলিয়ন ডলার আয় করেছেন। এ তালিকায় দ্বিতীয় আছেন ম্যানি প্যাকুইয়াও। তিনি চলতি বছর মে মাসে ফিলিপাইন্সের এই বক্সার মেওয়েদারের সঙ্গে বক্সিং যুদ্ধে মুখোমুখি হয়েছিলেন। সেখান থেকে তিনি বেশ অর্থ আয় করেন। সবমিলিয়ে ২০১৫ সালে তার উপার্জন হয়েছে ১৪৮ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার বেতন (৫২.৬ মিলিয়ন) ও এন্ডোর্সমেন্ট (২৭ মিলিয়ন) মিলিয়ে চলতি বছরে মোট ৭৯.৬ মিলিয়ন ডলার আয় করেছেন ফিফার বর্তমান এই বর্ষসেরা ফুটবলার। এরপর রয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ২০১৫ সালে তার মোট আয় ৭৩.৮ মিলিয়ন ডলার। এরপর তারিকায় পঞ্চম স্থানে দেখা যায়,একসময় টেনিস দুনিয়ায় রাজত্ব করা ফেদারার নামটি। তার আয় সবচেয়ে বেশি, ৬৭ মিলিয়ন ডলার। বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে ষষ্ঠ স্থানে আছেন লেব্রন জেমস। চলতি বছরে তার আয়ের পরিমাণ ৬৪.৮ মিলিয়ন ডলার। জেমসের পরেই আছেন আরেক বাস্কেটবল খেলোয়াড় ডুরান্ট। তার আয় ৫৪.২ মিলিয়ন ডলার। অষ্টম স্থানটি দখলে করে নিয়েছেন গলফারদের মধ্যে সেরা হয়েছেন ফিল মিকেলসন। আয় করেছেন ৫০.৮ মিলিয়ন ডলার। একসময় ফোর্বস-এর তালিকায় এক নাম্বারে ছিলেন গলফা তারকা টাইগার উডস। এবার শুধু গলফারদের তালিকায়ও এক নাম্বারে নেই। কারণ এবার তার আয় কমে দাড়িয়েছে ৫০.৬ মিলিয়ন ডলার। ফোর্বস-এর তালিকায় সেরা দশে এ থাকা তৃতীয় বাস্কেটবল প্লেয়ার ব্রায়ান্টের আয় হয়েছে ৪৯.৫ মিলিয়ন ডলার। ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়ের তালিকা দেখে নিন। ১. ফ্লয়েড মেওয়েদার জুনিয়র ২. ম্যানি প্যাকুইয়াও ৩. ক্রিস্টিয়ানো রোনাল্ডো ৪. লিওনেল মেসি ৫. রজার ফেদারার ৬. লেব্রন জেমস ৭. কেভিন ডুরান্ট ৮. ফিল মিকেলসন ৯. টাইগার উডস ১০. কোবে ব্রায়ান্ট ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে