বুধবার, ১০ জুলাই, ২০১৯, ০৯:১৯:২৯

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ বিশ্বকাপের লীগ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যেই দেশে ফিরেছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। তবে আরো একটি বিশ্বকাপ খেলতে লন্ডনে গেছেন লাল সবুজের প্রতিনিধিত্ব কারী সংসদ সদস্যরা। প্রথমবার অনুষ্ঠিত পার্লামেন্টারি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা।

এই বিশ্বকাপের জন্য বাংলাদেশ ব্রিটিশ হাই কমিশন থেকে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেখানে অধিনায়ক নির্বাচন করা হয়েছে নাইমর রহমান দুর্জয়কে। স্কোয়াডে আছেন মাশরাফিও। বর্তমানে তিনি দেশে থাকলেও আবারো লন্ডন যাওয়ার কথা রয়েছে।

সংসদ সদস্যদের দলটি লন্ডনে এসেছে কয়েকদিন আগে। যাতে ১৭ জন খেলোয়াড়ের বাইরে অতিরিক্ত হিসেবে আছেন আরও ৮ জন। হেড কোচ দীপু রায় চৌধুরীর সঙ্গে সহকারী হিসেবে ২ জন। আছেন ট্রেনার ও ফিজিও। সব মিলিয়ে বাংলাদেশ দল ৩০ সদস্যের।

বিশ্বকাপে অংশগ্রহনকারী আট দেশকে নিয়ে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্টারি বিশ্বকাপ। আটটি দেশকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের গ্রুপে আছে, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

কেন্টের বেকেনহ্যাম ক্রিকেট ক্লাব মাঠে ১২ জুলাই সংসদ সদস্যদের বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ তিনটি ম্যাচ হবে টি-টুয়েন্টি সংস্করণে। তবে গ্রুপপর্বের ম্যাচের দৈর্ঘ্য ১৫ ওভার।

বাংলাদেশ পার্লামেন্টারি ক্রিকেট দল
নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), জুনায়েদ আহমেদ পলক, নাহিম রাজ্জাক, আনোয়ারুল আবেদিন খান, মো. সানোয়ার হোসেন, মো. আনোয়ারুল আজিম, নুরুন্নবি চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফাহমি গোলন্দাজ বাবেল, জুয়েল অরেঞ্জ, মো. শফিউল ইসলাম শিমুল, মাশরাফী বিন মোর্ত্তজা, শেখ তন্ময়, মো. আয়েন উদ্দিন, শামিম পাটোয়ারি, আহসান আবদেলুর রহমান, ছোট মনির।

অতিরিক্ত সদস্য: নসরুল হামিদ বিপু, মোহাম্মদ শাহরিয়ার আলম, মো. জাহিদ হাসান রাসেল, নাজমুল হাসান, মহিবুল হাসান চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, শামীম হায়দার পাটোয়ারি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে