শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫০:৫৯

পরাধীন সাকিব-মাশরাফিরা

পরাধীন সাকিব-মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক: বিশ্বক্রীড়াঙ্গণে এখন চলছে দল-বদলের পালা। তাহলে কেন সাকিব-মাশরাফিরা দল বদল করতে পারবেন না। বৃহস্পতিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব রাকিব হায়দার পাভেল জানিয়েছেন, ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে নাকি স্বাধীনভাবে নিজেদের দল বাছাই করতে পারবেন না ক্রিকেটাররা। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি নিয়ে ভোট দিয়েছে ক্লাবগুলো। সেখানে ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হওয়া। এ পদ্ধতির বিপক্ষে ভোট দিয়েছে প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর ও ভিক্টোরিয়া স্পোর্টিং। লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিনিধি ছিল না। আর বাকি সব ক্লাবই পক্ষে ভোট দিয়েছে। যুগ যুগ ধরে প্রথাগত পদ্ধতিতে দল বদল হয়ে এলেও ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে (যেটি হয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে) প্রথমবারের মতো প্রবর্তন করা হয়েছিল প্লেয়ার্স বাই চয়েজ। এই পদ্ধতিতে ক্রিকেটারদের নিজস্ব পছন্দে দল বাছাইয়ের সুযোগ থাকে না। বিভিন্ন ক্যাটেগরিতে ক্রিকেটারদের ভাগ করে পারিশ্রামিক নির্ধারণ করে দেয় বোর্ড। এর পর ঠিক করা হয় ক্লাবগুলোর ক্রম। সেই অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটেগরি থেকে ক্রিকেটারদের ডেকে নেয় ক্লাবগুলো। তাহলে কেন এ পদ্ধতি চালু করেছে সিসিডিএম। গত ডিসেম্বরে বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছিলেন, প্লেয়ার্স বাই চয়েজ শুধু ওই একবারের জন্যই। ভবিষ্যতে আর কখনও হবে না। সিসিডিএম কমিটি হয়ত সে পর্থে হেটেছে। উল্লেখ্য, আগামী মার্চে থেকে শুরু হবে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ। আগামী বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে খেলার দিনক্ষণ। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে