বুধবার, ১০ জুলাই, ২০১৯, ০৮:১০:৪৩

অধিনায়কত্ব থেকে বহিস্কার হতে পারেন বিরাট কোহলি

অধিনায়কত্ব থেকে বহিস্কার হতে পারেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত।

এই পরাজয়ের পর ভারতীয় দলের সাবেক ক্রিকেটার থেকে শুধু করে ক্রিকেট মহলে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করো শুরু হয়েছে। কোহলির নেতৃত্ব নিয়ে আগেই কঠোর সমালোচনা করেছিলেন গৌতম গাম্ভীর।

তবে আজকের ম্যাচে বিশেষ করে ব্যাটিংয়ে নামার প্রথম দিকে যেভাবে অধঃপতন হয়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপে তাতে অনেকে প্রশ্ন তুলেছে প্রথম থেকে ধীরগতি ও সাবধানি ব্যাটিং করতে কে পরামর্শ দিয়েছে। 

৩.১ ওভারের মধ্যে একে একে ফিরে গেছেন ভারতীয় ব্যাটিংয়ের তিন স্তম্ভ রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। 

ভারতের এমন বিপর্যয় দেখে অনেকটাই স্তব্ধ হয়ে পড়ে গ্যালারিভর্তি ভারতীয় সমর্থকরা। তবে, ব্যাটসম্যানদের উৎসাহ দিতে এরই মধ্যে তারা আবার চিৎকার শুরু করেছেন। কিন্তু দিনেশ কার্তিক ও রিসভ প্যন্ত আউট হওয়ার পর থেকে গ্যালারি ফাঁকা হওয়া শুরু করে।

নিশ্চিত পরাজয় বা অনেকে মনে করেছিল লড়াইয়ে ফেরাতো দুরের কথা ১৫০ রানও করতে পারবে না ভারত। তবে শেষ মুহুর্তে এসে জাদেজার বিধ্বংসী ব্যাটিংয়ে লড়াইয়ে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিল ভারত।

৫৯ বলে ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ফের লড়াইয়ে ময়দানে ফিরিয়েছিলেন রবিন্দ্র জাদেজা। তাকে সমান ভাবে সঙ্গ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। জাদেজার ক্যাচ আউট ও ধোনি রান আউটের স্বীকার হওয়ায় লড়াইয়ে করেও তীরে এসে তরী ডুবালো ভারত।

৪৯.৩ বলে ২২১ রানে অলআউট হয়ে যায় ভারত। প্রথম সেমিফাইনালে ১৮ রানের জয় নিয়ে ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট দুটি এবং ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট সংগ্রহ করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে