স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো আয়োজক দেশ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করায়, আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই সফর করতে হবে, এমনটাই জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার অনলাইন বৈঠকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশকে ভারতের মাটিতেই নির্ধারিত ম্যাচ খেলতে হবে, নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে।
তবে ইএসপিএনক্রিকইনফো বলছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার কথা অস্বীকার করেছে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ভারতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যে মূল্যায়ন, আইসিসি তা গ্রহণ করেনি।
বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও, আইসিসি তাদের অবস্থান পরিবর্তন করবে, এমন সম্ভাবনা কম। প্রতিবেদনে আরো বলা হয়, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হতে পারে, সম্ভবত শনিবারের মধ্যেই।
এ বিষয়ে আইসিসি কিংবা ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড, কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এই অচলাবস্থার সূত্রপাত হয় বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায়।
বাংলাদেশ-ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। ফ্র্যাঞ্চাইজিটি ৩ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এর জবাবে বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে জানায়, তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এবং আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার স্থগিতের ঘোষণাও দেয়।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা, আর নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইয়ে।