শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ১০:০২:২৬

মরিনহোকে বরখাস্তের পর ২৪ ঘণ্টার মধ্যে কোচ নিয়োগ দিল চেলসি

মরিনহোকে বরখাস্তের পর ২৪ ঘণ্টার মধ্যে কোচ নিয়োগ দিল চেলসি

স্পোর্টস ডেস্ক: মরিনহোকে বরখাস্ত করার পর আলোচনা ছিলো, কে হচ্ছেন চেলসির পরবর্তী কোচ? ২৪ ঘণ্টা পার হতে না হতেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং নেদারল্যান্ডের সাবেক কোচ হিডিংকের নাম ঘোষণা করেছে চেলসি। এ নিয়ে দ্বিতীয়বারের মত চেলসির কোচ হতে যাচ্ছেন তিনি। গত সপ্তাহেই লিস্টার সিটির কাছে হারের পর চেলসির কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে হোসে মরিনহোকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ হারের কারণে বরখাস্ত হতে হয় তাকে। বায়ার্ন কোচ পেপ গার্দিওলা থেকে শুরু করে সিএসকেএ মস্কোর কোচ লেওনিদ স্লাতস্কি পর্যন্ত অনেকেরই নাম উঠে আসছিল পরবর্তী কোচ হিসেবে। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন হিসেবে আবারও হিডিংকে ফিরিয়ে আনছে চেলসি। ২০০৯ সালেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চেলসির দায়িত্ব পালন করেছিলেন কোচ হিডিংক। ওই সময় তার অধীনে চেলসি এফএ কাপ জিতেছিল শুধু। দি টেলিগ্রাফ জানিয়েছে, স্থায়ীভাবে কোন কোচের জন্য আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে পারে চেলসি। তবে হিডিংককে কতদিনের জন্য নেয়া হচ্ছে সেটা পুরোপুরি জানা যায়নি। পরবর্তী কোচ নিয়োগ না নেয়া পর্যন্ত কাজ করবেন তিনি। যদিও দীর্ঘ সময়ের জন্য কোচের তালিকায় আসছে অনেক নাম। এখন পর্যন্ত পাঁচজন এই তালিকায় রয়েছেন। ১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে