শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ১০:০৮:৪৪

এবার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন শহিদ আফ্রিদি

এবার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় সাড়ে তিন মাস বাকি। কিন্তু এখনই ভারতের বিপক্ষের ম্যাচে চোখ পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদির। বিশ্বকাপে এবার ভারতের বিপক্ষে ভুলের পূনরাবৃত্তি হবে না বলে প্রত্যাশা তার। তাই ভারতকে হারানোর দৃঢ় প্রতিজ্ঞা করেছেন আফ্রিদি। ৫০ ওভারের বিশ্বকাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কিন্তু প্রতি ম্যাচেই হেরে পাকিস্তান। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের মুখোমুখিতেও পাকিস্তানের হার প্রতিটিতে। ২০০৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে হারের পর ২০০৯ ও ২০১০ সালের গ্রুপ পর্বে হারে তারা। যদিও ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এতে ভারতের বিপক্ষে কোনো বিশ্বকাপে পাকিস্তানের জয় নেই। কিন্তু এবার ইতিহাস বদলে দিতে চান আফ্রিদি। ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ১৯ মার্চ ধর্মশালায় মুখোমখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ টু’র অন্য দু’টি দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপটিকে কঠিন উল্লেখ করে ভারতকে হারানোর প্রত্যয় নিয়ে আফ্রিদি বলেন, আমরা ইতিহাস পূনরাবৃত্তি করতে চাই না। আগে ভারতের বিপক্ষে সাধারণত যে ভুলগুলো পাকিস্তান করেছে সে ভুল আমরা আর করবো না। এবার আমরা কঠিন গ্রুপে পড়েছি। আশা করি, এই কঠিনই আমাদের জাগিয়ে তুলবে। এবং শুরুতে ভারতকে হারিয়ে শেষ পর্যন্ত শিরোপা আমরাই জিতবো। টি-টোয়েন্টি পাকিস্তানের সাম্প্রতিক ফর্মটা বাল নয়। গত মাসে আরব আমিরাতে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে। এতে আইসিসি’র টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তারা ষষ্ঠ স্থানে নেমে গেছে। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে