শুক্রবার, ১২ জুলাই, ২০১৯, ১০:১৮:৩০

এবার বলে আরও গতি বাড়াবেন মোহাম্মাদ আমির

এবার বলে আরও গতি বাড়াবেন মোহাম্মাদ আমির

স্পোর্টস ডেস্ক : এবার বলে আরও গতি বাড়ানোর দিকে মনোযোগ দেবেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মাদ আমির। ক্রিকেট পাকিস্তান ডটকম নামক এক খেলাধুলা অনলাইনমাধ্যমকে তিনি একথা জানান।

মোহাম্মদ আমির বলেন, প্রত্যেক ফাস্ট বোলারই ঘণ্টায় অন্তত ৯০ কিলোমিটার গতিতে বোলিং করার চেষ্টা করেন। আপনি যখন উইকেট পান তখন আপনি অন্যান্য জিনিসের ওপরও নজর রাখতে পারেন, তাই এখন আমি আমার গতি বাড়ানোর ওপর মনোযোগ দিচ্ছি।

এবারের বিশ্বকাপে খেলারই কথা ছিল না আমিরের। অনেক সমালোচনার পর তাকে দলে নেয়া হয়। শেষ সময়ে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্ম করেন আমির। আট ম্যাচে ১৭ উইকেট শিকার করেন তিনি।

২৭ বছর বয়সী এই পেসার বলেন, আমি দুই থেকে তিন বছর নিয়মিত ক্রিকেট খেলছি, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে। তবে বিশ্বকাপে আমি আমার পারফরম্যান্সে খুশি। আমাকে আরও কাজ করতে হবে।

বোলিংয়ে সাফল্য পাওয়া নিয়ে মোহাম্মদ আমির বলেন, উইকেট পাওয়ার চেয়ে বড় কথা হলো ডট বোলিং করা আর রান চেক দেয়া। আর এটা করতে পারলে লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করতে পারলে উইকেট পাওয়া সম্ভব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে