শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৭:০৮

মাশরাফির নেতৃত্বে খেলে ভাগ্য খুলে গেল কুলাসেকরার

মাশরাফির নেতৃত্বে খেলে ভাগ্য খুলে গেল কুলাসেকরার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন শ্রীলঙ্কার পেসার নয়ান কুলাসেকারা। মাশরাফির নেতৃত্বে দারুণ বল করেছেন তিনি। ৮ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। আর বিপিএল শেষে দেশে ফিরেই পেলেন দারুণ সুখবর। ধাম্মিকা প্রসাদের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ১৬৮ ওয়ানডেতে ১৮২টি উইকেট পাওয়া এই পেসার দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বিশ্বকাপ। তবে টি-টোয়েন্টি দলে ছিলেন নিয়মিত মুখ।এছাড়া দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগেও। ডোপ টেস্টে পজেটিভ হবার কারণে সাময়িক নিষিদ্ধ হওয়া কুলশ পেরেরার জায়গায় দলে ডাক পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এক নজরে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডঃ এঞ্জেলো ম্যাথুস(অধিনায়কো), লাহিরু থিরিমান্নে, তিলাকারাত্নে দিলশান, কিথুরুয়ান ভিথানাগে, দীনেশ চান্দিমাল, মিলিন্দা শ্রীবর্ধনে, ধানুষ্কা গুনাতিলাকে, সচিত্রা সেনানায়েকে, অজন্থা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমাল, দুশমান্থা চামিরা, চামারা কাপুগেদারা, জেফরি ভ্যানডারসি, থিসারা পেরেরা। ১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে