শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ১২:২৫:৩২

‘ধোনি-রায়নাকে এখনই বাদ দেওয়া উচিত’

‘ধোনি-রায়নাকে এখনই বাদ দেওয়া উচিত’

স্পোর্টস ডেস্ক : আইপিএল-এ ধোনি-রায়নার দাম সাড়ে ১২ কোটি। যা শুনে রীতিমতো স্তম্ভিত ভারতের সাবেক ক্রিকেটার বিষেন সিং বেদি। একেবারে জাতীয় দলে জায়গা না দেওয়ার দাবি করে বসলেন তিনি। বেদি বলেন, ‘‘ধোনি ও রায়না আইপিএল-এ খেলার জন্য সাড়ে ১২ কোটি রুপি করে পেয়েছে। দু’জনকেই জাতীয় দলে রাখা উচিত না।’’ সদ্য হওয়া প্লেয়ার্স ড্রাফটে বাতিল চেন্নাই সুপার কিংসের এই দুই প্লেয়ারকে দলে নিয়েছে পুণে ও রাজকোট দল। তাও আবার কোটি কোটি রুপির বিনিময়ে। যেটা মোটেই মানতে পারছেন না বেদি। তিনি আরও একধাপ এগিয়ে বলেন, ‘‘একজনের অবসরের সময় হয়ে গিয়েছে। আর একজনকে জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে।’’ এর পরও এত দামে এই দুই প্লেয়ারকে ফ্র্যাঞ্চাইজিরা দলে নেওয়াটা সঠিক সিদ্ধান্ত নয় বলেই মনে করছেন সাবেক এই ক্রিকেটার। প্রসঙ্গত, ২০১৫ বিশ্বকাপের ঠিক আগেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার সময় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে