সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ০১:৫৭:৪১

ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হলেন উইলিয়ামসন

ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হলেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক: সুপার ফাইনালের ম্যাচে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে ইংল্যান্ড। আর এই ম্যাচ জিতেই নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছে ইংল্যান্ড।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রান করে ইংল্যান্ড। ১৬ রানের জবাবে ব্যাট করতে নামেন জিমি নিশাম ও মার্টিন গাপটিল। অন্যদিকে বোলিংয়ে জোফরা আর্চার। প্রথম বল ওয়াইড দিয়ে অতিরিক্ত ১ রান দেন আর্চার। এরপর প্রথম বলে ২ রান দেন নিশাম। দ্বিতীয় বলে ৬ হাঁকান নিশাম। তৃতীয় বলে ২ রান করেন নিশাম। চতুর্থ বলেও ২ নেন নিশাম।

পঞ্চম বলে ১ রান নেন নিশাম। যার ফলে শেষ বলে দরকার ছিল ২ রানের। স্ট্রাইকে ছিলেন গাপটিল। শেষ বলে ১ রান নেন এবং দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন গাপটিল। সুপার ওভারেও ড্র হয় এবং জিতে যায় ইংল্যান্ড। আর এই ম্যাচশেষেই টুর্ণামেন্ট সেরা নাম ঘোষণা করা হয় উইলিয়ামসন।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপের সেরা অধিনায়ক তিনি। দলের বিপর্যয়ে একাই দলকে টেনেছেন তিনি। ৯ ইনিংসে ৫৭৮ রান করেছেন তিনি। যেখানে রয়েছে দুইটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে