সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ১১:৫০:২৮

প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখে দিলেন ‘দ্য ফিজ’

প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখে দিলেন ‘দ্য ফিজ’

স্পোর্টস ডেস্ক : গত ৫ জুলাই বিশ্বকাপের গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট শিকার করেছিলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে লর্ডসে পাঁচ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। আর তাতেই লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখে দিলেন ‘দ্য ফিজ’। আজ অফিসিয়ালি লর্ডসের অনার্স বোর্ডে মুস্তাফিজের নাম লিখলো লর্ডসের কর্মকর্তারা।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচের অসাধারণ পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়ে আসছিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এর আগে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের দুই খেলোয়াড় লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নেন। ২০০৯ সালে লর্ডস টেস্টে ৯৮ রান দিয়ে ৫ উইকেট নেয়ায় বাংলাদেশি পেসার শাহাদাত হোসেনের নাম অনার্স বোর্ডে স্থান করে নেয়। পরের বছর লর্ডস টেস্টে তামিম ইকবাল ১০৩ রানের দারুণ ইনিংস খেলে অনার্স বোর্ডে নাম ওঠান। এবার সেই তালিকায় জায়গা পেলেন মুস্তাফিজ।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেই শততম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দ্য ফিজ। তার ১০০তম শিকার হারিস সোহেল। ১০০ উইকেটের মাইফলকে পৌঁছে যাওয়া বাংলাদেশের ৬ষ্ঠ বোলার মুস্তাফিজ। তবে বাংলাদেশের হয়ে দ্রæততম একশ উইকেটের মাইলফলকে পৌঁছার কীর্তি মুস্তাফিজের। এতদিন ৬৯ ম্যাচে ১০০ উইকেট নিয়ে এই রেকর্ড দখলে রেখেছিলেন আব্দুর রাজ্জাক।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার কে, এমন প্রশ্নে সহজেই নাম আসবে সাকিব আল হাসানের। কারণ ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান ও বল ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে