সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ০৩:৩৬:৩৭

খেলা দেখে ‘ট্রমায়’ নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী!

খেলা দেখে ‘ট্রমায়’ নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। কিন্তু মন জিতল নিউজিল্যান্ড। তবে ক্রিকেটের ইতিহাসে এমন রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর ম্যাচ দেখা অনেক সময়ই কঠিন। কারণ, ঝুঁকি। যে ঝুঁকিতে পড়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী! জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন তিনি না কি ‘ট্রমায়’ চলে গিয়েছিলেন। অবশ্য তার এই ট্রমা বাস্তবের ছিল না। এটা তিনি মজা করে বলেছেন।

এই বিশ্বকাপেই আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয় দেখার পর ওয়াসিম আকরামের স্ত্রী শানিয়েরা আকরামে বলেছিলেন, ‘আমার মনে হয়, ম্যাচের আগে যদি দর্শকদের জন্য এই পরামর্শ দেয়া হয় যে, এমন ম্যাচ দেখলে আপনার শরীর খারাপ হতে পারে। কারণ পাকিস্তানের ম্যাচগুলো হার্ট স্টপার।’

মহা করে হলেও প্রায় একই রকম কথাই বলেছেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী। বিশ্বকাপ শেষে রেডিও নিউজিল্যান্ডকে দেয়া এক সাক্ষাতকারে জাসিন্ডা আরডার্ন বলেন, ‘নিউজিল্যান্ডবাসীর অনেকের মতো আমিও মানসিকভাবে কষ্ট পেয়েছি। তবে চূড়ান্ত ফলাফলে আমরা পিছিয়ে পড়লেও, কালো ক্যাপধারীদের খেলায় গর্বিত। আমাদের খেলোয়াড়রা অসাধারণ খেলেছে।’

এর আগে এক টুইট বার্তায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লিখেন, ‘ইংল্যান্ডের জন্য শুভ কামনা রইল। কালো ক্যাপ পরা খেলোয়াড়দের জন্যও রইল শুভ কামনা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে