শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৮:৪৪

মেসি ভক্তদের জন্য সুসংবাদ

 মেসি ভক্তদের জন্য সুসংবাদ

স্পোর্টস ডেস্ক : মেসি ভক্তদের জন্য সুসংবাদ। মেসির কিডনিতে পাথর ধরা পড়েছে, বৃহস্পতিবার এমন খবরে শুধু বার্সা নয় শঙ্কায় ছিল ভক্ত-সমর্থকরাও। তবে আশার খবর হলো, মেসির কিডনি থেকে সেই পাথর এখন সরে গেছে। শুক্রবার এমন খবরই দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস। বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের সেমিতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে। ম্যাচের ঠিক আগ মুহূর্তে মেসির খেলা বাতিল হয়ে যায়। ওই সময় তলপেটে প্রচুর ব্যথা অনুভব করেন মেসি। কিডনিতে পাথর থাকলেই এমন ব্যথা হয় সাধারণত। ফলে ঐ ম্যাচটি খেলা হয়নি তার। তারপরও সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সা জিতেছিল ৩-০ গোলে। স্পেনের ক্রীড়া দৈনিক এএস শুক্রবার মেসির কিডনি থেকে পাথর বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছে। পত্রিকাটির ওয়েবসাইটে বলা হয়, আগের রাতের মতো বৃহস্পতিবার রাতটাও মেসির খারাপ কেটেছে। ফলে শুক্রবার অনুশীলন করেননি মেসি। আগামী রোববার ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের মুখোমুখি হবে বার্সেলোনা। রেকর্ড শিরোপা জয়ের মিশনে এই ম্যাচে মেসি খেলতে পারবেন কি না, তা নিশ্চিত জানায়নি বার্সা কর্তৃপক্ষ। তবে বার্সার আর্জেন্টাইন ডিফেন্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো আশা করছেন ফাইনাল ম্যাচে মেসি খেলতে পারবেন। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে