শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৮:৪৮

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আভাস আফ্রিদির

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আভাস আফ্রিদির

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ভারতের বিরুদ্ধে লড়াই নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল পাকিস্তান৷ সূচি কঠিন মানলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ভালো খেলার প্রতিশ্রুতি পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির৷ আগামী বছর ১৯ মার্চ ধরমশালায় পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত৷ ধোনিরা বিশ্বকাপ অভিযান শুরু করছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ তারিখ নাগপুরে৷ ভারত-পাক ম্যাচ ক্রিকেটবিশ্বে আলাদা তাৎপর্য রাখে৷ বিশ্বকাপে এখনও ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পাকিস্তান৷ তাই প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া পাকবাহিনী৷ অধিনায়ক আফ্রিদি বলেন, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা মুখিয়ে রয়েছি৷ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমরা একটু সময় পাব৷ পরের মাসে নিউজিল্যান্ড সফরে আমাদের দলের কম্বিনেশন তৈরি করব৷ যদিও ড্র-কে কঠিন বলে মনে করছেন পাক অধিনায়ক৷ আফ্রিদি বলেন, ড্র কঠিন হয়েছে৷ কারুণ টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সুযোগের কোনও রাস্তা থাকে না৷ সম্প্রতি আমরা প্রচুর ভুল করেছি৷ এ গুলো শুধরে আমাদের এগিয়ে যেতে হবে৷ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন পাক অল-রাউন্ডার৷ তাই অবসরের আগে বিশ্বকাপের ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পেতে মরিয়া আফ্রিদি৷ তিনি বলেন, ‘ভারত-পাক ম্যাচ নিয়ে সবাই খুব উত্তেজিত৷ আমরা জানি, বিশ্বকাপে আমরা ওদের কখনও হারাতে পারিনি৷ সুতারং এটা আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ৷ আশা করি এটা আমাদের মোটিভেট করতে সাহায্য করবে৷ ২০০৭-এ প্রথম বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত৷ ১৯ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে