শনিবার, ২০ জুলাই, ২০১৯, ০১:২৪:৫৫

অবশেষে সুখবর পেলেন তাসকিন আহমেদ

অবশেষে সুখবর পেলেন তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক : আসন্ন শ্রীলঙ্কা সফরে গত মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ঘোষিত দলে নেই সাকিব আল হাসান। হজের কারণে সিরিজটি মিস করছেন তিনি।

এছাড়া বিয়ের কারণে যেতে পারছেন না লিটন দাসও। এছাড়া ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোড থেকে বাদ পড়েন পেসার আবু জায়েদ রাহীও। এদিকে সাকিব-লিটনের জায়াগায় দলে ডাক পান টপ অর্ডার ব্যাসটম্যান এনামুল হক বিজয় এবং স্পেশালিস্ট স্পিনার তাইজুল ইসলাম।

এরপর সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রার আগের দিন আসলো বড় দুঃসংবাদ। অনুশীলনের সময় পুরনো হ্যামস্ট্রিং চোট বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছিটকে গেছেনে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও, কারণ ওই ইনজুরিই।

এই সুযোগে সুখবর পেলেন তাসকিন আহমেদ। দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ এবং ফরহাদ রেজা। নিয়মিত অধিনায়ক মাশরাফি এবং সহকারী অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় দলকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল খান।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড: তামিম ইকাবল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং ফরহাদ রেজা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে