সোমবার, ২২ জুলাই, ২০১৯, ১১:৩৯:৫৮

আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ দল। আগামী ২৬ জুলাই কলম্বোয় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৮ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে।

এর আগে প্রস্তুতি ম্যাচ রয়েছে একটি। একমাত্র প্রস্তুতি ম্যাচটিও অনুষ্ঠিত হবে অই সারা ওভালেই। এর আগে গত এপ্রিলে ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই সিরিজ নিয়ে অনিশ্চয়তায় ছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। সেই অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কা পাঠালেও বিসিবি শর্ত জুড়ে দেয়, সিরিজের সব ম্যাচই যেন কলম্বোয় অনুষ্ঠিত হয়।

আর সেই শর্ত মেনেই প্রস্তুতি ম্যাচসহ সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে একই মাঠে। এরপরও আছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ একাদশ ও শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের মধ্যে প্রস্তুতি ম্যাচে সুযোগ পাবে বাংলাদেশ দলে থাকা ১৪ সদস্যের সবাই। যদিও এই ম্যাচ মর্যাদা পাবে না লিস্ট ‘এ’ ক্রিকেটের।

বাংলাদেশ স্কোয়াডঃ তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে