বুধবার, ২৪ জুলাই, ২০১৯, ০৯:৩৬:৪১

কোচ হচ্ছেন জয়াবর্ধনে

কোচ হচ্ছেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলেও ফাইনাল থেকে ছিটকে পরে ভারত। এর পর থেকেই অনেকটা অনিশ্চয়তার মধ্যে আছেন কোচ রবি শাস্ত্রী নিজের চাকরি নিয়ে। তবে সরাসরি তাকে চাকরি ছাড়তে না বললেও নতুন কোচের আবেদন জানিয়েছে বিসিসিআই।

জানা গেছে এই সুযোগটি কাজে লাগাতে চাইছেন শ্রীলঙ্কার সাবেক যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। আর তাই তিনি ভারতের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করতে পারেন।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত। আর সেই সিরিজ গুলোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে নতুন কোচ এর ব্যাপারে চিন্তাভাবনা করছে ভারত। তিনি ছাড়াও আরও আবেদন করেছেন, অস্ট্রেলিয়ার তারকা টম মুডি ও ভারতেরই সাবেক কোচ গ্যারি কারস্টেন।

আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের ক্রিকেট পরামর্শক কমিটিকে। এ কমিটির নেতৃত্বে আছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে