শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০২:২২:৪৬

বাবা-মা হারানো বালককে বুকে টেনে নিলেন রোনালদো

বাবা-মা হারানো বালককে বুকে টেনে নিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : সন্ত্রাসীদের আত্মঘাতী বোমা হামলার শিকার হায়দার মুস্তফা। মা-বাবা দু’জনকেই হারানো বালকটি যখন দিশেহারা ঠিক তখনই তাকে বুকে টেনে নিয়ে আদর করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বালকটিও তার স্বপ্নের নায়ককে কাছে পেলো। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নিজের বেডরুমে নিয়ে গিয়ে ছোট্ট বালকটিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। রিয়াল মাদ্রিদের জেতা শিরোপাগুলো বালককে দিয়ে ছোঁয়ালেন তিনি। বয়স সবে ৩ বছর। গত মাসে লেবাননের রাজধানী বৈরুতে এক মারাত্মক আত্মঘাতী বোমা হামলা হয়। সন্ত্রাসী সংগঠন আইএস-এর স্বীকার করা ওই হামলায় অন্তত ৪৩ জন নিহত ও ২৪০ জন নিরীহ মানুষ আহত হয়। ওই হামলায় ৩ বছর বয়সী হায়দার মুস্তফা মা-বাবা দু’জনকেই হারায়। বোমার আঘাতে মারাত্মক আহত হায়দারকে হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায় স্থানীয়রা। তখন তার গায়ে ছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি। চেতনা ফেরার পর ছোট্ট বালক মা-বাবাবে হারানোর ব্যাপারটি বুঝতে পারে। কিন্তু তার গায়ে যে জার্সি ছিল সেটা না দেখে কান্না শুরু করে দেয়। রিয়াল মাদ্রিদের ওই জার্সি পরার জন্য কান্নাকাটি করে ৩ বছর বয়সী বালকটি। হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাকে রিয়ালের নতুন জার্সি পরিয়ে দেয়। তখনই জানা যায়, বাবা-মা হারানো এই বালকটি রিয়াল মাদ্রিদের পাঁড় ভক্ত। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর তার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। খবরটি যায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে। সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে শুক্রবার তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে নেয়া হয়। সেখানে মা-বাবা হারানো বালকটিকে নিজে কখনও হাত ধরে আবার কখনও কোলে তুলে নিয়ে ঘুরিয়ে দেখান। স্বপ্নের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে দেন। নিজের স্বপ্নের নায়ককে দেখেই কেঁদে ফেলে হায়দার। তবে রোনালদো তাকে বুকে জড়িয়ে ধরেন। হায়দারের আরেকটি স্বপ্ন পূরণ গতে যাচ্ছে রোববার। সান্তিয়াগো বার্নাব্যুতে বসে নিজের প্রিয় দলের খেলা দেখবে সে। এদিন রায়ো ভায়েকানোকে স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদ। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে