শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৪:৪৭

এবার হোটেল ব্যবসায় রোনালদো

এবার হোটেল ব্যবসায় রোনালদো

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলার মাঠে যেমনটা আলোচিত ঠিক তেমনটা মাঠের বাহিরেও। ইদানিং পর্তুগালের এই তারকাকে খেলাধুলার পাশাপাশি দেখা যাচ্ছে ব্যাবসা বানিজ্যে মনযোগ দিতে। জুতা, আন্ডারওয়্যার বিজনেসের পর এবার হোটেল ব্যাবসায় মনযোগ দিলেন তিনি। আর এ ব্যাবসাতে চার কোটি ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছেন তিনি। ‘সিআরসেভেন নিজের নামের ব্র্যান্ডটাকে কাজে লাগিয়ে হোটেল ব্যবসায় নামতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘অনেক ফুটবলারই কী করতে চান, তা না জেনেই তাঁদের ক্যারিয়ারের সমাপ্তি টানেন। তবে আমার কাছে এটা পরিষ্কার। আমি আমার ব্র্যান্ডকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। ৩০ বছর বয়স হলেও আমার হাতে এখনো অনেক বিকল্প আছে। আমার দিকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সে জন্য আমি সত্যিই আনন্দিত। আমি শুধু চাই, যেখানেই কাজ করি না কেন, সব সময় আমার নাম যেন সেরাদের তালিকায় থাকে।’ রোনালদোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পর্তুগালের বিখ্যাত হোটেল গ্রুপ পেস্তানা। ‘সিআরসেভেন’ নামে হোটেলগুলো নির্মিত হতে যাচ্ছে রোনালদোর জন্মস্থান ফুনশাল, লিসবন, মাদ্রিদ আর নিউইয়র্কে। পর্তুগালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ মাদাইরার রাজধানী ফুনশাল। রোনালদোর মতো পেস্তানা হোটেল গ্রুপও মাদাইরা থেকে উঠে এসেছে। হোটেল ব্যাবসাতে এসেও শেকড়কে আকড়ে ধরেছেন তিনি। তাই হোটেল ব্যবসায় নেমেই বলেন, ‘মাদাইরা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপত্তিস্থল। তাই প্রথম প্রকল্পটা হবে মাদাইরাতেই। সেখানেই আমাদের পরিবারের শেকড় প্রোথিত।’ প্রথম হোটেল উদ্বোধন হতে পারে আগামী বছরের গ্রীষ্মে। ২০১৬ সালেই পর্তুগালের রাজধানী লিসবনে রোনালদোর দ্বিতীয় হোটেল শুরু হতে পারে। পরের বছর মাদ্রিদে তৃতীয় হোটেল উদ্বোধন করতে পারেন তিনি। পরের হোটেলটি হতে পারে নিউইয়র্কে। হোটেল ব্যবসায় নামার ইচ্ছার কথা জানতে চাওয়া হলে তার ব্যাখ্যা, ‘ফুটবলই আমার পৃথিবী। তবে জীবনে পরিবর্তনও আসছে। তা ছাড়া আমি সব সময়ই হোটেলের মালিক হতে চেয়েছি।’ সেই ইচ্ছাপূরণ হতে আর বেশি দেরি নেই। শিগগিরই আসছে ‘সিআরসেভেন’-এর নতুন হোটেল। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে