শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫২:৫৯

পাপন-কামালকে রকিবুলের হুমকি

পাপন-কামালকে রকিবুলের হুমকি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে রেফারির টস-কান্ড নিয়ে বেশ কিছু দিন উত্তপ্ত ছিল ক্রিকেট অঙ্গন। সেটি নিয়ে মুখ খুললেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানও। ওই ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়াতে রীতিমতো হুমকি দিলেন সংশ্লিষ্ট চ্যানেল ৭১ ও প্রতিবেদককে। এলিমিনেটর ম্যাচটির টস নিয়ে ক্ষুব্ধ রকিবুল হাসান প্রতিক্রিয়া জানান সেই ৭১ চ্যানেলের মাধ্যমেই। যেখানে দেখা গেছে তিনি হুমকি দিচ্ছেন রিপোর্টারকে আর চ্যানেলকে। তাছাড়া তিনি প্রতিক্রিয়ায় ছাড় দেননি সাবেক ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতিদেরও। নাজমুল হাসান পাপন ও আ হ ম মুস্তফা কামালের যাচ্ছে তাই অপমানও করেন। বলেছেন, ‘তুমি কি ওখানে ছিলা? দূর থেকে ব্রডকাস্ট ক্যামেরাতে দেখে নিজের মতামত দিয়ে দিলা একজন ম্যাচ রেফারি সম্পর্কে, যে কিনা ম্যাচের খোদা! প্রটোকল কি, কার দায়িত্ব কি...ম্যাচে রেফারি চাইলে প্রধানমন্ত্রীকে মাঠ থেকে বের করে দিতে পারে। কয়েন পড়বে, কয়েন উঠাবা বলে দিবা। আর আমি ম্যাচ রেফারি, যেটা বলি, সেটাই রাইট। ম্যাচ রেফারির ক্ষমতা কি, সেটা দেখে নিও। ম্যাচ রেফারি যখন পানিশমেন্ট দেয় তখন কোন আপিলও চলে না।’ প্রতিক্রিয়ায় নিজের বাড়ি গোপালগঞ্জ উল্লেখ করে দেখে নেয়ার হুমিকিও দেন তিনি। জানান, যা কিছু করা হয়েছে সব পূর্বপরিকল্পিত। বললেন, ‘এরা সুবিধা নেয়। এরা হিন্দু, এজেন্সি করে। ঢাকায় থাকা মুশকিল হয়ে যাবে ওর। যত যুবলীগ আর ছাত্রলীগের সাথে আমার ওঠাবসা। ওই পাপন-ফাপন আর কামাল সাহেবদেরও চামড়া তুইলা ফালাই আমি। আমার বাড়ি গোপালগঞ্জ, ঘাড়ের একটা রগ বাঁকা আমার। আমার অর্থের কোন অভাব নাই, ডালভাত খাওয়ার সামর্থ্য আছে। আমার পরিবার সবকিছু স্ট্রং।’ এসময় তিনি ওই দুই দল অর্থাৎ ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলসের মালিকদের একজনকে রাজাকার ও অপরজনকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত বলেও উল্লেখ করেন। তবে এ ব্যাপারে বিসবির পক্ষ থেকে এখনো কোন বিবৃতি জানানো হয়নি। সূত্র:চ্যানেল ৭১ ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে