শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৪:৪৯

সাকিব-তামিমদের দুশ্চিন্তা মুক্তে পিএসএলের নতুন উদ্যোগ

সাকিব-তামিমদের দুশ্চিন্তা মুক্তে পিএসএলের নতুন উদ্যোগ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্বিতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্ট উপলক্ষ্যে ৩০৮ জন খেলোয়াড়কে তালিকায় রেখেছে কতৃপক্ষ। এর মধ্যে ১৭১ জন বিদেশি খেলোয়াড়। সেই সুবাধে বাংলাদেশি ১০ জন খেলোয়াড়ও ড্রাফটে রয়েছেন। তবে শোনা যাচ্ছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো নিলাম থাকছে না। সাকিব- তামিমদের কিনতে হবে নির্দিষ্ট মূল্যে। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২১ ও ২২ ডিসেম্বর। আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএল দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিয়ে পিএসএল কতৃপক্ষ এক বিবৃতিতে জানান,"খেলোয়াড়দের নিলামের চেয়ে পিএসএল সব দলের জন্য সমান প্রতিযোগিতা ও অর্থনৈতিক সুবিধা দিতে চায়।" এ ছাড়া বিবৃতিতে আরো জানানো হয়, প্রত্যেকটি খেলোয়াড়ের কেনাকাটার জন্য দলগুলোকে নির্দিষ্ট মূল্য দিতে হবে।" পিএসএল সূতে জানা যায়, ৫টি দল নিয়ে শুরু হবে আসরটি। ৫টি ফ্রাঞ্চাইজিতে খেলবেন কমপক্ষে ৮০জন খেলোয়াড়। কমপক্ষে ১৬ সদস্যের দল হবে। চাইলে ২০ এর বেশি সদস্যের দলও গড়তে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। খেলোয়াড় তালিকাকে ৫টি ভাগে ভাগ করা হয়েছ- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও এমার্জিং। সাকিব প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও বাংলাদেশের ৫ খেলোয়াড় আছেন গোল্ড ক্যাটাগরিতে। তারা হলেন তামিম, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস। এছাড়া সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, মাহমুদ উল্লা, ইমরুল কায়েস ও এনামুল হক। প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়রা পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। ডায়মন্ড খেলোয়াড়রা পাবেন ৭০ হাজার ডলার। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫০ হাজার ডলার। সিলভার ক্যাটাগরির জন্য বরাদ্দ ২৫ হাজার ডলার। এমার্জিং ক্যাটাগারির কেলোয়াড়রা পাবেন ১০ হাজার ডলার। ৫ জন আইকন খেলোয়াড় থাকছেন। তাদের মূল্য ২ লাখ ডলার করে। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে