শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩২:২৫

সুস্থ হয়ে আসছেন নেইমার

সুস্থ হয়ে আসছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দিনের ইনজুরি কাটিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ খেলতে আসছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ও বার্সেলোনার তারকা ফুটবলার নেইমার। এ ম্যাচটি সামনে রেখে শুক্রবার সতীর্থদের সাথে অনুশীলন করেছেন আধুনিক বিশ্বের উদীয়মান এ ফুটবলার। তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা ক্লাব থেকে। বৃহস্পতিবার গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ী ম্যাচে কুঁচকির ইনজুরির কারনে বিশ্রামে ছিলেন ২৩ বছর বয়সী নেইমার ও নিওলেন মেসি। তবে কিছুটা সুস্থ অনুভব করায় শুক্রবার তিনি অনুশীলনে ফিরেছেন। যদিও হালকা স্প্রিন্ট ও ড্রিলেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন ব্রাজিলিয়ান সেনসেশন। রোববারের ফাইনালে নেইমার ফেরা নিয়ে বার্সা ম্যানেজার লুইস এনরি বলেছেন, আমি জানি নেইমার এখনো পুরোপুরি সুস্থ্য। ইতোমধ্যে সে দলের পক্ষে অনুশীলন করেছে। ফাইনাল ম্যাচে নেইমার খেলতে পারবে বলে আমি মনে করি। এখন দেখার বিষয় নেইমার ফাইনাল খেলবে কিনা। এ সম্পর্কে তিনি নিশ্চিত করে বলতে পারে। তবে তার জন্য আমরা অপেক্ষায় করবো। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে