শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৮:৫৬

পুরুষতান্ত্রিকতার শিকার হচ্ছেন সানিয়া মির্জা

পুরুষতান্ত্রিকতার শিকার হচ্ছেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক: মিক্সড ডাবলসে একের পর এক শিরোপা জেতা সানিয়া মির্জাকে নিয়ে লন্ডন অলিম্পিকে বিতর্কের ঝড় উঠেছে। কারণ ২০১২ সালে লন্ডন অলিম্পিকে মিক্সড ডাবলসে সানিয়া মির্জাকে সঙ্গী হিসাবে বেছে নিয়ে হয়েছে মহেশ ভূপতি ও লিয়েন্ডার পেজকে। সে জুটিতে সানিয়া নাকি পুরুষতান্ত্রিকতার শিকার হয়েছেন! তাই এখন রিও’র মিক্সড ডাবলসে সঙ্গী নির্বাচন নিয়ে ভাবছেন তিনি। তাই তিনি সর্বভারতীয় টেনিস সংস্থাকে বলেছেন, রিও অলিম্পিকের আগে আমি বিতর্কের জড়াতে চাই না। আমি শুরু ভারতীয় টেনিস সংস্থাকে বলতে চাই। রিও অলিম্পিক শুরু হতে বাকি এখনও সাত মাস। তার আগে তিনটে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আছে। সুতরাং রিও’তে মিক্সড ডাবলসে কে আমার সঙ্গী হবে সেই নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমার একটাই কথা যে, সঙ্গী নির্বাচনের সময় আমার ভাবনাকেও যেন গুরুত্ব দেওয়া হয়। আমি যেন এবারের টুর্ণামেন্টে পুরুষতান্ত্রিকতার শিকার না হয়। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে