শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৪:৫৮

‘ধোনি-রায়নাকে জাতীয় দলে রাখার কোন যুক্তি নেই’

‘ধোনি-রায়নাকে জাতীয় দলে রাখার কোন যুক্তি নেই’

স্পোর্টস ডেস্ক: ম্যাচ গড়াপেটার অভিযোগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। তবে পরবর্তী আসরের জন্য তাদের স্থলে নতুন দুদল পুনে ও রাজকোটকে অনুমতি দিয়েছে আইপিএল কতৃপক্ষ। আইপিলে নিজেদের দল বাদ পড়ায় পুনে ও রাজকোটে সাড়ে বারো কোটি ভারতীয় রূপিতে চুক্তিবদ্ধ হয়েছেন ধোনি ও রায়না। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক বিষেন সিং বেদি এ দুই ক্রিকেটারের বর্তমান অবস্থার সমালোচনা করেছেন খুব তীক্ষ্নভাবে। তিনি মনে করেন,তাদের দুজনকেই জাতীয়দল থেকেই ছেঁটে ফেলা উচিৎ। বেদি বলেন, ‘সাড়ে বারো কোটি রূপিতে ধোনি এবং রায়নাকে দুটি দল কিনে নিয়েছে। কিন্তু এ দুজন ভারতের জাতীয় দলে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারছে না। ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছে আর রায়না টেস্ট দলে জায়গা পাওয়ার জন্য ব্যর্থ লড়াই চালাচ্ছে। টেস্ট নিয়ে তার কোনো আগ্রহ দেখা যাচ্ছেনা।’ বর্তমান সময়ে ধোনি-রায়নাদের টেস্টে পারফরম্যান্স একেবারেই ভালো নয়। তারা শুধু স্বল্প আসরের ম্যাচ টি২০ নিয়ে ব্যস্ত। বলেন, ‘একজন ক্রিকেটারের মূল জায়গা পাঁচ দিনের ম্যাচ। টেস্ট খেলেই সে নিজেকে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ফরমেটে মানিয়ে নিতে পারে। কিন্তু,দেখা যাচ্ছে ধোনি কিংবা রায়না টেস্ট ফরমেটে নেই। তারা শুধু সীমিত ওভারের ম্যাচ খেলতে চায়। জাতীয় দলে এমন ক্রিকেটারদের রাখার কোনো মানে নেই।’ ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে