শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫১:০৬

সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর উদ্যোগে মুশফিকের সায়

সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর উদ্যোগে মুশফিকের সায়

স্পোর্টস ডেস্ক: এই যান্ত্রিক নগরে প্রায় ১২ লক্ষ শিশুর হাসি একটু একটু করে হারিয়ে যায় প্রতিনিয়ত। তাই এবারের ‘বিশ্ব শিশু দিবসে’ স্যামসাং বাংলাদেশ গিয়েছিল সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর কাছে। তাদের মুখে হাসি ফিরিয়ে দিতে নিয়েছিল ছোট্ট একটি প্রয়াস। স্যামস্যাংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি তার ফেসবুকে স্যামস্যাংয়ের ধারণকৃত ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন, জন্মদিন বা উৎসব, আমাদের জন্য কতই না স্বাভাবিক, কিন্তু এমন অনেক শিশুর জন্য হয়ত কল্পনাতীত!আর তাই, স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই ছোট্ট প্রয়াসকে সাদরে আমন্ত্রণ জানাই।এরকম ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় একদিন গড়ে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে