শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪১:৪৯

ছুটি না কাটিয়ে ‘প্যাকটিসে’ ঘাম ঝরাচ্ছেন সৌম্য

ছুটি না কাটিয়ে ‘প্যাকটিসে’ ঘাম ঝরাচ্ছেন সৌম্য

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যর্থই বলা যায় জাতীয় দলের হার্ডহিটার ব্যাটসম্যান সৌম্য সরকারকে। বিপিএলের তৃতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে একটি মোটে অর্ধশতক; ২৫ ছোঁয়া ইনিংস নেই আর একটিও! মাত্র ১৬.০৯ গড়ে রান ১৭৭। তবে নিজের পারফরম্যান্সে অনেকটা হতাশ সৌম্য। এ বিষয়ে দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টালকে জানালেন, আর পেছন ফিরে তাকাতে চান না তিনি। শনিবারও ইনডোরে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করলেন সৌম্য। আকাঙ্ক্ষিত অবসর পেয়েও বিশ্রাম না নিয়ে অনুশীলনে কেন? এমন প্রশ্নের জবাবে কিঞ্চিত হেসে সৌম্য বলেন, “আসলে বাড়ি যাব আমিও। তবে ২২ তারিখ। এই সময়টায় ভাবলাম, বাসায় ঘুমিয়ে না থেকে ব্যাটিং প্র্যাকটিস করি। লাভ হবে।” ব্যাটিং নিয়ে কথা বলতে চাইতেই অবশ্য মজা করে বললেন, “বিপিএলে ফ্লপ ব্যাটসম্যানের সঙ্গে কী কথা বলবেন!” রসিকতা করেই বলেছেন, তবে উপলব্ধিটা সত্যি। বিপিএলের আগে তিনি ছিলেন টুর্নামেন্টের সম্ভাব্য সেরা তারকাদের একজন। তাকে ভাবা হচ্ছিল ম্যাচের ভাগ্য গড়ার নিয়ামক হিসেবে। শেষের হিসাব বলছে, সৌম্য ছিলেন বিপিএলের বড় হতাশা। “বিপিএল শেষ। যেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবতে চাই না। তাকিয়ে আছি সামনে।” প্রথম ম্যাচে ভালো করলেও পরের ম্যাচ গুলোতে কেন সবাইকে হতাশ করলেন । এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন, “আগের ম্যাচগুলোয় বেশি তাড়াহুড়ো করেছি।” সূত্র : বিডি নিউজ ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে