শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫১:২৭

বিপুল বাজেটে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হচ্ছে

বিপুল বাজেটে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হচ্ছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয় বারের মত আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টে ১৬টি দেশ আটটি ভেন্যুতে লড়াই করবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হচ্ছে। এতে ব্যয় হবে সাড়ে ৫ কোটি টাকা। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসরকে সামনে রেখে সংস্কার ও শোভাবর্ধনের জন্য ১৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে স্টেডিয়ামটি। গ্যালারির নষ্ট হয়ে যাওয়া ২ হাজার ৫০০ চেয়ার নতুন করে সংযোজন করা হচ্ছে। এ ছাড়া ৫৫টি ফ্লাড লাইটের বাল্ব সংযোজন করা হবে। হোম অব ক্রিকেটে নতুন করে একটি লিফট লাগানো হবে। ইনডোরের দেয়াল ভেঙে নতুন করে গ্রিল লাগনো হবে। এ ছাড়া স্টেডিয়ামের ভেতরের রাস্তাগুলোকে কার্পেটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কার ও শোভাবর্ধন প্রকল্পে অনুমোদন পেয়েই গত ৬ ডিসেম্বর সাতটি ভেন্যুর কাজ এক সঙ্গে শুরু হয়েছে। বিপিএল শেষ হওয়ায় কিছু দিনের মধ্যেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু করবে সংশ্লিষ্টরা। আগামী ১৫ জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে