শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:২০:১৮

যে কারণে ‘সোনালী ব্যাট’ উপহার পেলেন গেইল

যে কারণে ‘সোনালী ব্যাট’ উপহার পেলেন গেইল

স্পোর্টস ডেস্ক: ‘মিস্টার কুল ম্যান’ নামে বেশিই পরিচিত ক্যারিবীয়ান ক্রিকেট দানব ক্রিস গেইল। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের জন্য ভয়ংকর তিনি। তবে ব্যাক্তিগত অনেকটাই শান্ত স্বভাবের দানব আকৃত্রির এই ওয়েস্ট ইন্ডিজ মানব। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের আক্রমণাত্মক ওপেনার হওয়ার সৌজন্যে এবার সোনালি রঙের এক অভিনব ব্যাট উপহার পেলেন তিনি। আর সেই ব্যাট হাতে নামেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘বিগ ব্যাশ’ লিগে। তবে সেই ব্যাটে ভালো করতে পারেনি গেইল। গেইলের হাতে সোনালি রঙের ব্যাটটি তুলে দিয়েছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পার্টান। গেইলের সোনালি ব্যাটে কোন প্রকার ধাতু ব্যাবহার করেনি নির্মাতারা। এ ব্যাপারে স্পার্টানের প্রধান কুনাল শর্মার বক্তব্য, ‘ব্যাটে সোনালি রং করা হলেও কোনো ধাতু ব্যবহার করা হয়নি। ক্রিকেট ব্যাট তৈরি করার সময় কী ব্যবহার করা যাবে আর কী যাবে না সে ব্যাপারে বিধিনিষেধ আছে। ব্যাট কোনো ধরনের ধাতু দিয়ে তৈরি করা যাবে না। আমরা ব্যাটের ওপরে শুধু সোনালি রং স্প্রে করে দিয়েছি। ক্রিকেট এমনটা আর দেখেনি।’ প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে অ্যালুমিনিয়ামের ব্যাট হাতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। আর ২০১৫ সালের ১৯ তারিখে নিজের ইতিহাস গড়ার দিনে গেইলও ভালো কিছু করে দেখাতে পারেনি। বিশেষ ব্যাট হাতে করেছেন মাত্র ২৩ রান। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে