শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৬:২০

বিপিএলকে ফাঁকি দিয়ে অস্ট্রেলিয়ায় বিপাকে গেইল

বিপিএলকে ফাঁকি দিয়ে অস্ট্রেলিয়ায় বিপাকে গেইল

স্পোর্টস ডেস্ক: ওয়েস্টে ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিজ গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে পেটের ব্যথার অজুহাত দেখি মোটা অংকের টাকার লোভে সারাসরি চলে গিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশের আসর মাথাতে। কিন্তু সেখানে গিয়েও সোনালি ব্যাট হাতে বেশি সুবিধা করতে পারেন নি ক্রিজ গেইল। তবে গেইল নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ধরা খেলেও ব্রিজবেন হিটকে ৭ উইকেটে হারিয়েছে তার দল মেলবোর্ন রেনেগেডস। এর আগের ম্যাচে গেইলের ব্যাটিং ব্যথায় হেরেছে মেলবোর্ন রেনেগেডস। শনিবার ক্রিজ গেইলদের প্রতিপক্ষ দল ব্রিসবেন হিট ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করেছে। জবাবে শুরুটা খারাপ হয় নি মেলবোর্নের। ৪.১ ওভারে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন অ্যারোন ফিঞ্চ ও ক্রিস গেইল। প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন গেইল। এরপর অ্যারোন ফিঞ্চ ও ক্যামেরুন হোয়াইটের দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের ভিত পেয়ে যাইয় মেলবোর্ন। ১১১ রানের জুটি গড়েন ফিঞ্চ ও হোয়াইট। ফিঞ্চ সর্বোচ্চ ৪৫ বলে ৬৫ রান করে আউট হন। হোয়াইট ৪১ বলে ৫৫ রান করে আউট হন। শেষ দিকে ডোয়াইন ব্রাভোর ৯ বলে ২২ রানের ইনিংসের ওপর ভর করেই ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় মেলবোর্ন। উল্লেখ্য, সদ্যশেষ হওয়ার বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে পাঁচ ম্যাচ খেলা কথা ছিলো গেইলে। চার ম্যাচ খেলে এক ম্যাচ বাকি রেখে, বুলসের সেমি খেলার আগেই বিগ ব্যাশ খেলতে চলে যান তিনি। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে