শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ১০:২২:১৯

কোহলি নয়, টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের ক্যাপ্টন হলেন যিনি

কোহলি নয়, টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের ক্যাপ্টন হলেন যিনি

স্পোর্টস ডেস্ক: সবাই ভেবেছিলেন শনিবারের বোর্ড সভায় মহেন্দ্র সিং ধোনিকে ওয়ানডে ও টি-টোযেন্টির নেতৃত্ব থেকে সরিয়ে বিরাট কোহলিকে দেওয়া হবে টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটের অধিনায়কত্ব। কিন্তু তা হয়নি। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া সফরের জন্য যে ওয়ানডে ও টি-২০ অধিনায়ক হিসেবে ধোনিকে বেছে নিয়েছে। আর বিরাট রয়েছেন তার আগে জাগায়। বিরাট শুধু টেস্ট ক্রিকেটকে নেতৃত্ব দিবেন। বোর্ডের সিদ্ধান্ত আনুযায়ি ধোনি এ দায়িত্বে থাকবে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব বিষয়। ধোনির অধীনে ২০০৭-এ প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। শুধু এখনিই শেষ নয় ধোনি নেতৃত্বে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও জিতেছিল ভারত। সম্প্রতি বিজয় হাজারেতে ঝাড়খণ্ডের হয়েই খেলছেন ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে ও টি-২০ সিরিজেও হেরেছে ধোনির ভারত। তার আগে বাংলাদেশের কাছেও ওয়ানডে সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। তারপরও ঘরের মাটিতে টি-২০ বিশ্বকাপের জন্য ধোনির উপরেই আস্থা রাখছে বোর্ড। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে