শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৭:৫৩

আবারো মাঠে ঝড় তুলবেন আব্দুর রাজ্জাক

আবারো মাঠে ঝড় তুলবেন আব্দুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক: হয়তো অনেকে ভুলতে বসেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে। এখন আর তার ব্যাট কিংবা বল হাতে হুংকার দেখা যায় না। তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) গভর্নিং কাউন্সিল তাকে একটি সুসংবাদ দিতে যাচ্ছে। তা হলো ফর্মে না থাকা বিগ হিটিং অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে পিএসএল নিলামে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। লাহোর ম্যানেজমেন্ট সাইন্স ইউনিভার্সিটিতে আগামী ২১-২২ ডিসেম্বরে এ নিলাম অনুষ্ঠিত হবে। অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় মাস্টার্স ক্রিকেট লীগে (এমসিএল) খেলতে যাওয়া রাজ্জাক প্রাথমিক নিলাম তালিকায় স্থান পাননি। তবে এখন পাকিস্তানের প্রথম হাই প্রোফাইল টি-২০ লীগের অংশ হতে যাচ্ছেন তিনি। রাজ্জাকের খেলার ব্যাপারটিতে পিএসএলের এক কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউন বলেন, ‘শেষ মুহূর্তে তালিকা পরিবর্তন করে তার নাম অন্তর্ভুক্ত করায় পিএসএল নিলামে থাকবেন রাজ্জাক।’ ২৫ হাজার ডলার পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের সিলভার ক্যাটাগরিতে স্থান পেতে পারেন রাজ্জাক। প্রসঙ্গত, দুই বছর আগে পাকিস্তানের হয়ে নিজের সর্বশেষ একটি ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী রাজ্জাক। দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টি-২০ দলের সদস্য ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে মোট ৩২ টি-২০ ম্যাচে ৩৯৩ রান ও ২০ উইকেট শিকার করা রাজ্জাক ঘরোয়া সংক্ষিপ্ত ভার্সনে ২৫২৪ রান ছাড়াও ১৩৩ উইকেট শিকার করেছেন। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে