শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৫:১৭

গেইলের ব্যাট থেকে টি-২০ ক্রিকেটে এ প্রথম অন্যন্য এক রেকর্ড

গেইলের ব্যাট থেকে  টি-২০ ক্রিকেটে এ প্রথম অন্যন্য এক রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ক্যারিবীয়ন ব্যাটিং দানব ক্রিস গেইল অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ খেলতে গিয়ে ভয়ংকর এক রেকর্ড পূর্ণ করেছেন। টি২০ ক্রিকেটে নতুন ইতিহাস। প্রথম ব্যাটসম্যান হিসাবে ৬০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন গেইল। রেকর্ডটি জাতীয় দল ও বিশ্বের সব ঘরোয়া টি২০ টুর্নামেন্ট মিলে। অর্থাৎ টি২০ ক্যারিয়ারে গেইলের ছক্কার সংখ্যা এখন ৬০০টি, যা বিস্ময়করই। শনিবার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগাডেসের হয়ে মাঠে নামেন গেইল। ব্যাট হাতে করেন ১৬ বলে ২৩ রান। এর মধ্যে ছিল দুটি করে ছক্কা ও চারের মার। আর এতেই নতুন রেকর্ড গড়েন তিনি। তবে গেইলের রেকর্ডের দিনে তার দলও জিতেছে। টি২০তে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক গেইলের স্বদেশী কাইরন পোলার্ড। এরপর ২৯০টি ছক্কা মেরে তৃতীয় স্থানে রয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। টি২০ ক্যারিয়ারে আগেই ৬০০ চার হাঁকানোর রেকর্ড গড়েছিলেন তিনি। এখন তার বাউন্ডারির সংখ্যা ৬৫৩। একমাত্র ক্রিকেটার হিসাবে গেইলের মতো চার ও ছক্কার এই রেকর্ড নেই কারো। তবে শুধু চার হাঁকানোর দিক থেকে গেইলের চেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হজ। হজ মেরেছেন ৬৬৪টি চার। ৬০৫টি চার মেরে তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে