চেলসির গোল উৎসব
স্পোর্টস ডেস্ক: টানা ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়া চেলসি এবার সান্ডারল্যােন্ডের বিপক্ষে গোল উৎসব মেতে উঠেছে। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে লিগে পঞ্চম জয় পেয়েছে চেলসি। গত বৃহস্পতিবার জোসে মরিনিয়োকে ছাঁটাই করে চেলসি কর্তৃপক্ষ। অন্তর্র্বতীকালীন কোচ হিডিংক ডাগআউটে ছিলেন না, ভিআইপি বক্সে বসে খেলা দেখেন তিনি। ১৩ মিনিটের মধ্যে শিষ্যদের ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়াটা নিশ্চিতভাবেই সন্তুষ্ট করেছে এই ডাচ কোচকে।
সপ্তম মিনিটে উইলিয়ানের কর্নারে লাফিয়ে উঠে হেডে চেলসিকে এগিয়ে দেন সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ। ছয় মিনিট বাদে ডি বক্সের মধ্যে থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো।
এ মৌসুমে বারবার হোঁচট খাওয়া চেলসিকে এ দিন পুরো ভিন্ন রূপে দেখা যায়। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো দলটি ৩৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু দিয়েগো কস্তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান আরও বাড়ায় চেলসি। সান্ডারল্যান্ডের গোলরক্ষক ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ানকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। তা থেকেই স্কোরলাইন ৩-০ করেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার।
দুই মিনিট বাদেই খুব কাছ একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার সম্ভাবনা জাগান সান্ডারল্যান্ডের ইতালির ফরোয়ার্ড ফাবিও বোরিনি। কিন্তু জেগে ওঠা চেলসির জয়ের পথে বাধা হতে পারেনি তারা।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে উঠে এসেছে চেলসি।
মৌসুমের চমক লেস্টার সিটি জয়ের ধারা ধরে রেখেছে; এবার তারা এভারটনকে ৩-২ গোলে হারিয়েছে। এই জয়ে শীর্ষে থাকা লেস্টারের পয়েন্ট হলো ১৭ ম্যাচে ৩৮।
অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে ২-১ গোলে নরিচ সিটির কাছে হেরে গেছে। পঞ্চম স্থানে নেমে যাওয়া ওল্ড ট্যাফোর্ডের দলটির পয়েন্ট ২৯।
১৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
�