রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ১২:৪১:৪৩

প্রমাণিত হল, নাথিং ইজ ওভার : সৌরভ

প্রমাণিত হল, নাথিং ইজ ওভার : সৌরভ

স্পোর্টস ডেস্ক : যুবরাজ সিং, আশিস নেহারা, মণীশ পান্ডে, ব্রেন্ডার স্রান, ঋষি ধাওয়ান, হার্দিক পান্ডিয়া। আগামী মাসের অস্ট্রেলিয়ায় টি–২০ এবং একদিনের ম‍্যাচের জন‍্য এরাই জায়গা পেয়েছেন ভারতীয় দলে। শনিবার দল নির্বাচিত হওয়ার পর একদিকে যেমন যুবরাজ, নেহারাদের সামনে কামব‍্যাকের সুযোগ থাকছে, তেমনই ভারতীয় দলের জার্সি প্রথমবার গায়ে তোলার সুযোগ থাকছে হার্দিক পান্ডিয়া বা ব্রেন্ডার স্রানের সামনে। তবে একসঙ্গে এতগুলো নতুন মুখকে সুযোগ দেওয়ার মধ্যে কোনও অবাক করা ব‍্যাপার দেখছেন না ভারতের নাবেক অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। বরং তার মতে, নতুনদের সুযোগ দেওয়ার মাধ্যমেই ভারতীয় দলের নতুন প্রজন্মকে চিনে নেওয়া যাবে। দল নির্বাচিত হওয়ার পর সৌরভকে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে তিনি জানান, ‘ভারতের বোলিং সম্পর্কে সবাই পরিচিত। আমার মতে, ইদানীং আমাদের ডেথ বোলিং মোটেই ভাল হচ্ছে না। ফলে মিডিয়াম পেসার না রাখার সিদ্ধান্তে আমি মোটেই অবাক হইনি। মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা বা ঋষি ধাওয়ানকে বেছে নেওয়ার মধ্যে তাই আমি কোনও ভুল দেখছি না। বরং অস্ট্রেলিয়ার মাটিতে পেস এবং বাউন্স পাবে এমন খেলোয়াড়দেরই বেছে নেওয়া হয়েছে।’ বিশ্বকাপের পর আবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন সামি। বাংলার এই পেসারকে নিয়ে যথেষ্ট আশাবাদী শোনাল সিএবি সভাপতির গলা। বললেন, ‘কিছুদিন আগেই বাংলার হয়ে নেমেছিল ও। সেখানে দেখে বেশ ভালই লেগেছে। আশা করি অস্ট্রেলিয়ায় গিয়ে ও আবার ছন্দ ফিরে পাবে। ও পেসার, তাই ওর ওপরে অনেক দায়িত্ব থাকবে।’ দীর্ঘদিন ধরে নির্বাচকদের নজরে থাকার পর অবশেষে ফের ভারতীয় দলের দরজা খুলল যুবরাজ এবং নেহরার সামনে। তারা কি রাজকীয় প্রত্যাবর্তন ঘটাতে পারবেন? উচ্ছ্বসিত গলায় সৌরভ বললেন, ‘ভারতীয় দলের এটাই মজা। কোনও কিছুই স্ট্যাটিক নয়। আজকের এই নির্বাচনের ফলে প্রমাণ হল, ভারতীয় দলের দরজা সবার জন‍্য খোলা। পারফর্ম করলেই সুযোগ পাবে। প্রমাণিত হল, নাথিং ইজ ওভার।’ একসময় যুবরাজ সৌরভের পছন্দের ছাত্র ছিলেন। তাই প্রত্যাবর্তনের পর বিশেষ আনন্দ পেয়েছেন সৌরভ। উচ্ছ্বাস গোপন না রেখে বললেন, ‘সত্যি বলতে কী, আমি আশা করিনি ও কোনওদিন ভারতীয় দলে ফিরবে। যুবরাজ ফেরায় আমি সবথেকে খুশি হয়েছি। ওর কাছে এটাই ফেরার মঞ্চ। ভাল খেলতে পারলে অনায়াসে টি–২০ বিশ্বকাপের দলে জায়গা পাবে ও।’ ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে