রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৯:৩২

সিদ্ধান্তে অবাক ভারতের সাবেক ক্রিকেটারেরা!

সিদ্ধান্তে অবাক ভারতের সাবেক ক্রিকেটারেরা!

স্পোর্টস ডেস্ক : আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরানো হল সেই যুবরাজ সিংহ এবং আশিস নেহারাকে। সিদ্ধান্তে অবাক ভারতের সাবেক ক্রিকেটারেরা। একজন জাতীয় দলের জার্সিতে শেষবার খেলেছেন ২০ মাস আগে। মীরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ফাইনাল ম্যাচে ব্যাট হাতে তার অবদান ছিল ১১ রান। অন্যজন আবার ভারতের হয়ে শেষবার মাঠে নেমেছেন আরও আগে। মোহালিতে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে বল হাতে দু’উইকেট পেয়েছিলেন বাঁহাতি পেসার। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরানো হল সেই যুবরাজ সিংহ এবং আশিস নেহারাকে। যুবরাজের বর্তমান বয়স ৩৪। নেহারা তার চেয়েও দু’বছরের বড়। দিল্লির পেসারের বয়স এখন ৩৬। দু’জনকে ভারতের জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্তে অবাক ভারতের সাবেক ক্রিকেটারেরা। বিশেষ করে ভারতের টি-টোয়েন্টি দলে তাদের দেখবেন বলে আশা করেননি কিরণ মোরে-বিষাণ সিংহ বেদীর মতো সাবেকরা। টি-টোয়েন্টিকে যে তরুণদের মঞ্চ হিসাবেই দেখতে অভ্যস্ত তারা! ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে