রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৯:২৯

আমার ফুটবলের অনুপ্রেরণা মারাদোনা : মেসি

আমার ফুটবলের অনুপ্রেরণা মারাদোনা : মেসি

স্পোর্টস ডেস্ক : দেশের সেরা কে? দিয়েগো মারাদোনা না তিনি৷ এই নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে তর্কযুদ্ধ অনেক দিন ধরেই চলছে৷ যাবতীয় জল্পনার অবসান হয়তো করে দিলেন লিওনেল মেসি নিজেই৷ জানালেন, ফুটবল খেলার অনুপ্রেরণা পেয়েছেন মারাদোনার থেকেই৷ কিডনিতে স্টোন ধরা পড়েছে৷ ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচে তাই আদৌ নামতে পারবেন কি না এখনও নিশ্চিত নয়৷ চিকিৎসা চলছে৷ এসবের মধ্যেই মারাদোনাকে নিয়ে মুখ খুললেন তিনি৷ বললেন, "কাউকে নির্দিষ্ট করে আইডল বানিয়ে কখনও অনুসরণ করিনি৷ যখন জানতে পারলাম যে মারাদোনা ইউরোপ খেলে দেশে ফিরেছে, ওকে সবসময় দেখার চেষ্টা করতাম৷ দিয়েগো সেই সময় 'ওল্ড বয়েজ' ক্লাবে যোগ দিয়েছিল৷ দেশের হয়ে জাতীয় শিবিরে ট্রেনিংও শুরু করে দিয়েছিল ও৷ সেবার আমেরিকায় হওয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল আর্জেণ্টিনা৷" দু'জনেই বাঁ পায়ের ফুটবলার৷ স্কিলের ঝলকে ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করতে ওস্তাদ৷ মেসি এতে অবাক নন৷ তার মতে, সেই ছোটবেলা থেকে মারাদোনার খেলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন তিনি৷ তা অনুকরণের চেষ্টাও করতেন৷ তাই দু'জনের খেলার মধ্যে মিল পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকে না তাতে৷ বার্সালোনার তারকা স্ট্রাইকারের কথায়, "ফুটবল খেলার অনুপ্রেরণা আসলে পেয়েছিল মারাদোনার থেকেই৷" রোনাল্ডো রেস্তোরাঁ খুলেছেন৷ তার সেরকম কোনও ইচ্ছা নেই৷ আর্জেণ্টাইন তারকার কথায়, "আমি ফুটবলটা খেলি শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য৷ সবাই আমাকে পছন্দ করে, ভালবাসে৷ আমি এতেই খুশি৷" ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে