রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৯:৫০

বাংলাদেশের মাথা উঁচুতে ‘অঙ্গীকারবদ্ধ’ মাশরাফি

বাংলাদেশের মাথা উঁচুতে ‘অঙ্গীকারবদ্ধ’ মাশরাফি

স্পোর্টস ডেস্ক: যেভাবে দেশের মাটিতে ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান ও আফ্রিকাকে ঘায়েল করলো এর পর ও কি বলা লাগে মাশরাফি বিন মুর্তজা কি জিনিস? তার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চমক লাগানো ইতিহাস। বিপিএলের রেশ কাটতে না কাটতে এবার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি থেকে ‘কুল বিএসপিএ রিয়েল স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড’পুরষ্কার হাতে উঠলো তার হাতে। গতকাল (শনিবার) বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা পুরষ্কারের ভূষিত হওয়ার মাশরাফি বললেন, ‘দর্শকের ভালবাসায় আমি অভিভূত। ভোট দেয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ। দর্শকদের ভালবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাশরাফি বলেন, ‘আমি খুব খুশি।আরো একবার প্রমাণ পেলাম দর্শকরা যে আমাকে কতটা ভালবাসে।’ বিপিএল ও আসন্ন টি২০ বিশ্বকাপ প্রসঙ্গে মুখ খুলতে ভুল করেননি মাশরাফি। বলেন, বিপিএল ও টি২০ বিশ্বকাপ দুটি আলাদা আসর। ভারতের উইকেটের সঙ্গে আমাদের তেমন মিল নেই। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো সেরাটা দিয়ে বাংলাদেশের মাথা উঁচু করতে।’ এ দেশের শুধু ক্রিকেট নয় অন্য খেলাগুলো দিনে দিনে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করেন মাশরাফি। প্রসঙ্গত, ক্রীড়ালেখক সমিতি ২০১৩ ও ২০১৪ সালে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের পুরষ্কৃত করেছে। দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে মাশরাফি জিতেছেন ‘কুল বিএসপিএ রিয়েল স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড’পুরষ্কার। ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে