রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৯:৪৮:১৪

দেশ সেরা ক্রিকেটার হিসাবে পুরস্কার পেয়েছেন যে টাইগার

দেশ সেরা ক্রিকেটার হিসাবে পুরস্কার পেয়েছেন যে টাইগার

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং ও বোলিংয়ের বিবেচনায় দেশ সেরা ক্রিকেটার বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। অন্যদিকে দেশের সেরা ব্যাটসম্যান বলা হয়ে থাকে তামিম ইকবালকে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া অধিনায়কদের মধ্যে সেরা অধিনায়ক আসলে কে সেটি বলার আর আপেক্ষা রাখে না। তবে উল্লেখ করা যাক তার নাম। তিনি হলেন মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি বিএসপিএ দেশ সেরা ক্রিকেটার হিসাবে এক টাইগার ক্রিকেটারের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। অবাক হওয়ার কথা এখানেই যে এই ক্রিকেটার দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। সোহাগ গাজীর হাতে উঠেছে সেরা ক্রিকেটারের পুরস্কার। জাতীয় লিগে ভালো খেললেও বিপিএলে তেমন কিছুই করতে পারেননি তিনি। ২০১৩ সালের দেশ সেরা পুরস্কার উঠেছে তার হাতে। এ বছরের বর্ষসেরা পুরস্কার পেয়েছেন মুশফিকুর রহিম। অন্যদিকে ২০১৪ সালের দেশ সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন মুশফিকুর রহিম। সাকিব, তামিম ও মাশরাফি আসেননি তাদের বিবেচনায়! ২০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে