রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৪:৪৬

আপনার প্রিয় তারকারা কে কতবার শূন্য রানে আউট হয়েছেন?

আপনার প্রিয় তারকারা কে কতবার শূন্য রানে আউট হয়েছেন?

স্পোর্টস ডেস্ক : বলা হয়ে থাকে ক্রিকেট গোল বলের খেলা। এখানে দেখা যায় বড় তারকা এক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন আর পরের ম্যাচে দেখা যায় শুন্যরানে আউট হয়েছেন। সর্বাধিকবার শূন্যরানে আউট হওয়া তালিকাটিতেও রয়েছে এই ধরনের চিত্র। ক্রিকেট বিশ্বের বড় বড় তারকারাও রয়েছেন ডাক মেরে রেকর্ড করাদের তালিকায়। আপনার প্রিয় তারকারা কে কতবার শূন্য রানে আউট হয়েছেন? সেটা দেখে নিন এই তালিকয়। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়েলস। তিনি ১৩২ বার মাঠে নেমেছেন। এর মধ্যে ৪৩ বার কোনো রান না করেই আউট হয়েছেন। ২. নিউজিল্যান্ডের মার্টিন ডাক মেরেছেন ৩৬ বার। তিনি ৭১ টি ম্যাচ খেলেছেন। ৩. অস্ট্রেলিয়ার ম্যাকগ্রোথ ৩৫ বার শূন্য রানে আউট হন। তিনি ম্যাচ খেলেন ১২৪ টি। ৪. অসি তারকা শেন ওয়ার্ন ৩৪ বার কোনো রান করেই আউট হন। ১৪৫ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ৫. শ্রীলঙ্কার ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন ৩৩বার ডাক মারেন। ১৩৩ বার টেস্ট ম্যাচে মাঠে নামেন তিনি। ৬. ভারতীয় ক্রিকেটার জহির খান শূন্যরানে আউট হয়েছেন ২৯ বার। ৯২টি টেস্ট খেলেছেন তিনি। ৭. ওয়েস্ট ইন্ডিজের ডিলন ৩৮ বার মাঠে নেমে ২৬ বারই শূন্যরানে আউট হন। ৮. ওয়েস্ট ইন্ডিজের অ্যামব্রোস ৯৮ বার মাঠে নেমে ২৬ বার শূন্যরানে আউট হন। ৯. পাকিস্তানের ড্যানিশ ক্যানেরিয়া ৬১ বার মাঠে নেমে ২৫ বার শুন্য রান করে আউট হন। ১০. নিউজিল্যান্ডের মরিশন ৪৮ বার মাঠে নেমে ২৪ বার শূন্য রানে আউট হন। এছাড়া ড্যানিয়েল ভেট্টোরি ২০ বার, হরভজন সিং ১৯ বার, ওয়াসিম আকরাম ১৭, রিকি পন্টিং ১৭, ইউনুস খান ১৫, ওমর গুল ১৫, গেইল ১৫ ও ইনজামাম ১৫ বার টেস্ট ক্রিকেটে কোনো রান না করেই সাজঘরে ফিরেন। ২০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে