রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ১২:০৬:৪২

হঠাৎ দায়িত্ব ছেড়ে মাশরাফিদের হতাশ করলেন সেই কোচ

হঠাৎ দায়িত্ব ছেড়ে মাশরাফিদের হতাশ করলেন সেই কোচ

স্পোর্টস ডেস্ক : শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয় হতাশ হওয়ার মত খবর টাইগারপ্রেমীদেরও। মাশরাফি ও মিরাজদের সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। এই দুটি আসরকে সামনে রেখে অনুশীলনের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। কিন্ত হঠাৎ করেই একটি ঝামেলা যোগ করলেন এক অসি কোচ। অস্ট্রেলিয়ার কোচ কার্পিনেন বিসিবিকে সাফ জানিয়ে দেন যে তিনি আর দায়িত্ব পালন করতে পারবেন না। একই সাথে জানান, সব হিসাব নিকাশ শেষে দেশে চলে যাবেন তিনি। সদ্য গঠিত বাংলাদেশ ক্রিকেটের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের গুরু দায়িত্ব ছিল তার হাতে। কিন্তু এখন এই বুলি শুনতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেছেন, কারও জন্য কিছু থেমে থাকে না। আপাতত একটি ধাক্কা। তবে নতুন কাউকে খোঁজা হচ্ছে এই দায়িত্বের জন্য। প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ড ল’র ঢাকায় আসার কথা ২ জানুয়ারি। অনুর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসাবে ঢাকায় আসার কথা রয়েছে তার। ল’র দায়িত্ব প্রসারিত হওয়ার সম্ভবনা রয়েছে। ২০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে