বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯, ০৯:২৫:৩৩

শীর্ষ র‍্যাংকিং হারাল সাকিব আল হাসান

শীর্ষ র‍্যাংকিং হারাল সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়।১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব এখনো একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র‍্যাংকিং ধরে রেখেছেন।

২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর একজন প্রাক্তন শিক্ষার্থী। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র‍্যাংকিং অনুসারে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন।

তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করেন এবং ২০১৭ সালের ১৩ই জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান (২১৭) সংগ্রাহক হন। তিনি টি২০তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করেন ৷

এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি২০তে ১০০০ রান ও ৫০ উইকেট লাভ করেন। ২০১৯ সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র ১৯৯ ম্যাচে ৫,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

টেস্ট ক্রিকেটে ফিরেই অ্যাশেজের মঞ্চে দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। ফলাফল র‌্যাংকিংয়ে ১ ধাপ উন্নতি অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের। সবশেষ প্রকাশিত টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে তিনি উঠে এসেছেন ৩ নম্বরে। বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স। আর অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে, সাকিব আছেন দুই নম্বরে।

৯২২ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ের শীর্ষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৯১৩ পয়েন্ট নিয়ে তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্ল্যাকক্যাপ অধিনায়ক কেইন উইলিয়ামসন। তিন নম্বরে থাকা স্টিভেন স্মিথের ঝুলিতে ৯০৩ পয়েন্ট।

এর পরের স্থানগুলো যথাক্রমে পুজারা, নিকলস, জো রুট আর ওয়ার্নারের দখলে। বোলিংয়ে শীর্ষে থাকা কামিন্সের সঙ্গে দুইয়ে থাকা রাবাদার পয়েন্ট ব্যবধান ৪৭। শীর্ষ পাঁচ এর বাকি তিন বোলার জেমস অ্যান্ডারসন, ফিল্যান্ডার ও ওয়্যাগনার। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে জেসন হোল্ডার। তার পরেই আছেন সাকিব আল হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে