রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০২:১৭:৩১

‘তামিমকে বাদ দেয়ার পূর্বশর্ত নাফিসকে অনেক ভালো করা’

‘তামিমকে বাদ দেয়ার পূর্বশর্ত নাফিসকে অনেক ভালো করা’

স্পোর্টস ডেস্ক: ফর্মহীনতার ঠুনকো অজুহাতের রোষানলে পড়ে র্দীঘ দিন জাতীয় দলে ফিরতে পারছেনা এক সময়কার মাঠ কাঁপানো খেলোয়াড় শাহরিয়ার নাফিস। কিন্তু তার ব্যাট যে এখনো হাসে এবং তিনি যে জাতীয় দলে ওপেনিংয়ের উপযুক্ত তা আরেকবার প্রমাণ দিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে। তাই নাফিস ভক্তদের অভিযোগ কেন তাদের তারকাকে জাতীয় দলে সুযোগ দেয়া হচ্ছে না। বারবার ব্যর্থ হওয়ার পরও তামিম জাতীয় দলে খেলতে পারলে নাফিসকে কেন সুযোগ দেয়া হবে না? বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি যুক্তিটা বেশ সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন, ‘দু’জনই ধরা যাক, একই রকম রান করলো। এখন তামিম জাতীয় দলে খেলার মধ্যেই আছে। আবির সেটা নেই। ফলে তামিমকে বাদ দিতে গেলে নাফিসাকে অনেক ভালো খেলতে হবে। আবার একই ধরনের খেলোয়াড় আমরা সর্বোচ্চ কত জন রাখতে পারবো, সেটাও মাথায় রাখতে হবে। আমরা নিশ্চয়ই সব ক’জন ওপেনার নিয়ে দল করতে পারবো না!’ ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে