রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৬:৫৪

‘এ মুহূর্তে পাক-ভারত সিরিজ সম্ভব নয়’

‘এ মুহূর্তে পাক-ভারত সিরিজ সম্ভব নয়’

স্পোর্টস ডেস্ক: পাক-ভারত সিরিজ নিয়ে তো আর কম জল ঘোলা হয়নি। দু’দেশের দ্বিপাক্ষিক সিরিজটি নিয়ে ভারত ক্রিকেট বোর্ড এক পা আগায় তো দু’পা পেছায়। সিরিজটি নিয়ে আগ্রহের ঘাটতি দেখা পড়ছেনা পাকিস্তান বোর্ডেরও। তাদের দাবি, যে কোন মূল্যে দ্বিপাক্ষিক সিরিজ চাই ই চাই। সর্বশেষ চলতি ডিসেম্বরে পাক-ভারত সিরিজ নিয়ে কম তোড়জোড় চলছে না। সবশেষে যখন শ্রীলংকায় সিরিজটি আয়োজনের বিষয়ে একমত হলো পাকিস্তান-ভারত দু’দেশেরই ক্রিকেট বোর্ড, তখন তাতে বাধ সেধে বসছে ভারতীয় সরকার। এদিকে ১২ জানুয়ারি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজ শুরু। তাই স্বাভাবিকগত সময় খুবই কম। এ অল্প সময়ের মধ্যে কি আদৌ সম্ভব সিরিজ হওয়া। ভারত কি আসলেই পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর বলেন, এই মুর্হূতে সম্ভব না। তার কথার সূত্র ধরে এই সময়ে দ্বিজাতি সিরিজের কথা ভুলে যাওয়াই ভালো। ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘১৯ তারিখ হয়ে গেছে। আগামী সপ্তাহেও যদি সিদ্ধান্ত আসে এত অল্প সময়ের মধ্যে একটা সিরিজ আয়োজন করা সম্ভব না।’ সময় গড়াবে সামনে। ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা এমনিতেই শেষ হয়ে যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তো হাল ছেড়ে দিয়েছে আগেই। তবু কূটনীতি বলে কথা। অনুরাগ তাই নিজের মুখে সিরিজ হবে না এমন কথা বলতে নারাজ। তার কথা হলো, এই সিরিজের আয়োজক পাকিস্তান। তাই তাদের পক্ষ থেকেই বক্তব্য আসতে হবে। অনুরাগ ঠাকুর আরও বলেন, ‘এই সিদ্ধান্ত জানানোর কাজ আমাদের না। এটা পাকিস্তানকে জানাতে হবে। ভারত সরকার অনুমতি দিলেও পরিস্থিতি যা তাতে সবই কঠিন।’ ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে