রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫০:১৭

আস্থার প্রতিদান দিতে চান রনি

আস্থার প্রতিদান দিতে চান রনি

স্পোর্টস ডেস্ক: সদ্যশেষ হওয়া বিপিএলে বাংলাদেশের সেরা পারফরমার আবু হায়দার রনি, এখন শুধু দিন গুনছেন জাতীয় দলে ডাক পাওয়ার। তবে তাড়া হুড়ো নয় টাইগার জার্সি গায়ে জড়ানোর জন্য নিজেকে আরো ভালভাবে প্রস্তুত করতে চান তিনি। জাতীয় দলে ডাক পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান রনি। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলে ১০ রানে নিয়েছিলেন ৯ উইকেট। এরপর দেখতে দেখতে কেটে গেছে তিন তিনটি বছর। হয়ে উঠেছেন আরো ভয়ঙ্কর একজন ক্রিকেটার। যেটা দেখা মিলেছে বিপিএলের তৃতীয় আসরে। বিপিএলে তার গতিময় আগ্রাসি বোলিং কাঁপিয়ে দিয়েছে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। ১২ ম্যাচে ২১ উইকেট, বাংলাদেশের পক্ষে বিপিএল সেরা। আবুল হায়দার রনি, গ্রামের বাড়ি নেত্রোকানার বারহাট্টারা নয়াপড়ায়। পরিচিত বড়ভাই সজলের হাত ধরে বাইশ গজে পা রাখেন তিনি। প্রিয় তারকাকে একবার দেখতে বাড়ির সামনে ভিড় করেন হাজার হাজার সমর্থক। সকলের প্রত্যাশা জাতীয় দলে হয়ে দেশের নাম আরো উজ্জল করবেন তিনি। তবে কোন তাড়াহুড়ো নয়, জাতীয় দলে ডাক পেলে নিজের সেরা টা দিতে চান তিনিও। ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে