মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯, ০৮:৩৮:৫০

আমি নিশ্চিত যে, বাংলাদেশ শক্তভাবে ঘুরে দাঁড়াবে : চামিন্দা ভাস

আমি নিশ্চিত যে, বাংলাদেশ শক্তভাবে ঘুরে দাঁড়াবে : চামিন্দা ভাস

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

তবে এরপরেও বাংলাদেশ দলকে হালকাভাবে নিচ্ছেন না শ্রীলঙ্কা ইমার্জিং দলের কোচ চামিন্দা ভাস। বাংলাদেশের তরুণরা সিরিজে ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস চামিন্দা ভাসের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি বলতে পারেন না স্বাগতিকরা খুব বেশি খারাপ খেলেছে। সেটা আরেক দিনের ঘটনা। আরেকটি ম্যাচ ছিল। যে কোন দলেরই অমন হতে পারে। তবে আমার ধারণা এবং আমি নিশ্চিত, স্বাগতিক তরুণরা ঠিক ঘুরে দাঁড়াতে পারে। এবং কঠিন লড়াই ও প্রতিরোধও গড়ে তুলতে পারে। কাজেই আমার ছেলেরা মোটেই বাংলাদেশ ইমার্জিং দলকে হালকাভাবে নিচ্ছে না। মাঠের সেরা দলই জিতবে সিরিজ।’

তিনি আরো বলেন, ‘আমি দেখেছি বাংলাদেশ দলে বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে। তাদের স্কিলও ভাল। তবে তাদের ফিটনেস বাড়াতে হবে। এটা যে বাংলাদেশের ছেলেদের কথা বলছি, তা নয়। লঙ্কানদের জন্যও একই কথা প্রযোজ্য। ছেলেরা বয়সে নবীন। ২১-২২ বছর বয়স। তাদের প্রত্যেকের ফিটনেস লেভেলটা উন্নত করা খুব প্রয়োজন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে