বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ০৩:২০:৪৭

বিপিএল আমাদের জন্য লস প্রজেক্ট-আগামী আসরে না খেলারও ইঙ্গিত নাফিসা কামালের

বিপিএল আমাদের জন্য লস প্রজেক্ট-আগামী আসরে না খেলারও ইঙ্গিত নাফিসা কামালের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস। দুইবারের চ্যাম্পিয়ন দলটিও নাখোশ বিপিএল গভর্নিং কাউন্সিলের উপর। কেন না, গত সাত বছরে এক পয়সা লাভের অংশও পাননি কুমিল্লা ভিক্টোরিয়ানস।

বিপিএলকে লস প্রজেক্ট উল্লেখ করে আগামী আসরে না খেলারও ইঙ্গিত দেন দলটির কর্ণধার নাফিসা কামাল। তবে এটিও বলেন, লাভের অংশ না পেলেও সমর্থকদের কথা ভেবে দল চালিয়ে যাচ্ছি আমরা।

গতকাল ২১ আগস্ট, বুধবার বিসিবির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ তুলে ধরেন নাফিসা।
‘বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য মোটেই লাভজনক নয়। রীতিমতো ‘লস প্রজেক্ট’। সাত বছর আমরা বিপিএলে খেলে যাচ্ছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো। সিলেটের সাথে ছিলাম।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে