রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৫:২৮

বিপিএল নিয়ে অভিযোগ, মিসবাহর পর ওয়াহাব রিয়াজের

বিপিএল নিয়ে অভিযোগ, মিসবাহর পর ওয়াহাব রিয়াজের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-এর তৃতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা খেলোয়াড়রা একে পর এক অভিযোগ তুলেছেন দলের উপরে। মাত্র এক ম্যাচ খেলা ওয়াহাব রিয়াজের অভিযোগ তিনি নাকি বিপিএলে ‘যথাযথ সম্মান’ পাননি। আর মিসবাহ উল হকের অভিযোগ সাকিব নাকি মাঠে নামতে দেননি। সদ্য পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা জানান। সাক্ষাৎকারে ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমার মনে হয়েছে, বিপিএলে আমাকে যথাযথ সম্মান দেয়া হয়নি। কি কারণে এমন হল সেটা আমি জানি না। একটা ম্যাচই আমি খেলেছিলামে, সেখানে তিন ওভারে ১২ রান দিয়ে একটা উইকেটও পাই। আর খেলা হয়নি। একটা ম্যাচ খেলেই দেশে ফিরতে হয় ওয়াহাবকে। তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমার বাবা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যান। তাই আমাকে তড়িঘড়ি করে লাহোরের উদ্দেশ্য রওনা দিতে হয়। তবে, সেটা না হলেও আমি চলেই আসতাম। অন্যদিকে,রংপুর রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিবের উপর অভিযোগ এন মিসবাহ বলেন, সাকিবের ঔদ্ধত্যে অবাক আমি। কারণ সাকিব আমিকে পাঁচ ম্যাচের বেশি খেলতে দেননি। সাকিবের চেয়ে তিনি সিনিয়র ক্রিকেটার। কিন্তু সেভাবে মর্যাদা পাননি। এ কারণে সাকিব আল হাসানের প্রতি রাগ হচ্ছে। পরে মিসবাহ বলেন, বিপিএল খেলার ইচ্ছা অনেকটাই কমে গেছে তার। ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে