রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৬:২২:৩৪

সবার আগে কুমিল্লা ও চিটাগং

সবার আগে কুমিল্লা ও চিটাগং

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের সামগ্রিক আয়োজন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে নাজমুল হাসান পাপন বলেছেন,এবারের বিপিএলে সবার আগে খেলোয়াড়ের পাওনা পরিশোধ করেছে কুমিল্লা ও চিটাগং। রোববার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ চেয়ারম্যান। তিনি পাপন বলেন, রংপুর বিদেশীদের পাওনা শতভাগ পরিশোধ করেছে। দেশীয়দের ৭৫ ভাগ পাওনা দিয়েছে দলটি। বাকি তিনটি দল বরিশাল, ঢাকা ও সিলেট সব খেলোয়াড়ের ৭৫ শতাংশ পাওনা পরিশোধ করেছে। বাকিটাও খুব দ্রুত পরিশোধ করে দেবে। তিনি আরো বলেন, বিপিএলে বিদেশি ৬৫জন খেলোয়াড় ছিল। ৬ জন কোচ ও ফিজিও ছিল। বিদেশীদের এই সরব উপস্থিতির মধ্যেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে এ দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে