শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ০৬:০৩:৪২

কোহলি-রোহিতদের প্রাণে মেরে ফেলার হুশিয়ারি

কোহলি-রোহিতদের প্রাণে মেরে ফেলার হুশিয়ারি

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে দারুণ সময় কাটছে ভারতের। ইতিমধ্যে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা। তবে খেলার বাইরে স্বস্তি নেই বিরাট কোহলিদের। একের পর হ'ত্যা হুমকি তাড়িয়ে বেড়াচ্ছে তাদের।

কোহলি-রোহিতদের ওপর স'ন্ত্রাসী হামলা হতে পারে- কয়েক দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এমন তথ্য দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও সূত্র গোপন রাখে পড়শী বোর্ডটি।

পরিপ্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিজে মেন ইন ব্লুদের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। সেই রেশ না কাটতেই এবার নতুন করে হুমকি পেলেন তারা। কোহলি-রোহিতদের হ'ত্যার হুমকি দিয়েছে ব্রিজ মোহন দাস নামে ১৯ বছরের এক তরুণ। শুধু ভারতীয় ক্রিকেটারদের নয়, সর্বোপরি বোর্ডের সবাইকেই খু'ন করার হু'মকি দিয়েছে সে। 

বিসিসিআইকে করা এক মেইল বার্তায় সবাইকে প্রাণে মে'রে ফেলার হু'শি'য়ারি দিয়েছে আসাম রাজ্যের ওই তরুণ। মোহন দাসের হুমকি মোটেও হালকাভাবে নেয়নি বিশ্বের প্রভাবশালী বোর্ড। তার মেইল পাওয়ার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র এন্টি টেরোরিজম স্কোয়াডকে (এটিএস) খবরটি জানায় তারা।

দ্রুত অ্যাকশন নেয় এটিএস। হুমকিটি বেনামে দেয়া হলেও উন্নত প্রযুক্তি ব্যবহার করে দাসের বৃত্তান্ত বের করে আনে তারা। পরে ভারতীয় ক্রিকেটারদের হ'ত্যার হুমকি দেয়ার অ'পরা'ধে তাকে গ্রে'ফ'তার করেছে আসাম রাজ্য পুলিশ।

দীর্ঘ তদন্তের পর জানা যায়, শুধু বিসিসিআই নয়, বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকেও বেনামে উড়ো হুমকি পাঠিয়েছে মোহন দাস। ফলে মামলাটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে এটিএস। খোঁজখবর নিয়ে জানা গেছে, এ তরুণ আসামের শান্তিপুরের বাসিন্দা।

মোহন দাসের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ৫০৬-এর ২ এবং ৫০৯ ধারায় মামলা করা হয়েছে। এ ছাড়া ১৯৩২ সালের ক্রিমিনাল 'ল'-এর ৭ ধারায়ও অভিযুক্ত সে। আগামী ২৬ আগস্ট পর্যন্ত পুলিশি হে'ফা'জতে রাখা হবে তাকে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে